কবিতাঃ- মনের খাতা
✍️ মনোজ ভৌমিক


অনেক কথাই লিখে রাখি
   মনের খাতা জুড়ে,
কিছু  কথা আগুন হয়ে
   সময়ে যায় পুড়ে।


তবুও আমার আপন হলো
        মনের এই খাতা,
যেই খাতাতে লুকিয়ে আছে
       নানান অভিজ্ঞতা।


মনের খাতায় লিখতে থাকি
      যখন মন যা চায়,
অনেক কিছুই দেয় যে দেখা
      মনের আঙিনায়।


লিখতে গিয়েও হয় না লেখা
     মন ঠিক তা বোঝে,
ভাব সাগরে ডুব দিয়ে তাই
     লেখার রসদ খোঁজে।


কত শব্দই হারিয়ে যায়
    মনের খাতায় এসে,
স্মৃতির পাতায় ডাকি ওদের
     গভীর ভালোবেসে।


হঠাৎ বলে শব্দ গুলো,
   সদাই কেন ডাকো?
কেন আমাদের নিয়ে তুমি
     মনের ছবি আঁকো??


তোমার মনের আপন হতে
    অক্ষরেরাও হয় সাথী,
আমরা কেন হবো তোমার
    ঐ মনের সমব্যথী?


কখনো কি ভেবেছো তোমরা
    শব্দ হৃদয়ের ব্যথা!
যেমন খুশি তেমন সাজাও
    গুছিয়ে মনের কথা।


চুপটি করে ভাবতে থাকি
      ওদের কথা গুলো,
শব্দ অক্ষর না যদি আসে
     ভাবনা হবে যে স্থুল!