কবিতাঃ- মনের মানুষ
✍️ মনোজ ভৌমিক


মন খাঁচাটা খুঁজলে দেখো
মানুষ কোথায় আছে!
মনের মানুষ ছিল যারা
আজ তারা স্বর্গবাসে!!


এখন যাদের দেখো তারা
নামের প্রতিকৃতি!
মানুষ এরাও বিবর্তনে
সময়ের আকৃতি!!


খুঁজতে গিয়ে মুখ গুঁজে রই
হৃদয়টা যায় ভেঙে!
যেমন করে চোত বোশেখে
দিগন্ত ওঠে রেঙে!!


স্বার্থ ছাড়া মানুষ কে আজ
এই ধরনীর বুকে?
দেখবে তুমি ধন ঐশ্বর্যেও
নেই এরা কেউ সুখে !


মনের মানুষ খোঁজা আজ
ভীষণ যে দায় ভার!
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
স্বার্থ ছাড়া কে কার?


মনের মানুষ বলতে আজ
ময়না টিয়া পাখি,
খাঁচর ভিতর বন্ধ থেকে
করছে ডাকাডাকি।