কবিতাঃ- মৃত্যুফাঁদ
       মনোজ ভৌমিক


প্রকৃত ঈশ্বর মুক ও বধির নিমগ্ন যোগ নিদ্রায়,
ভক্তরা ভক্তিতে বিমুখ আতঙ্কিত উৎকন্ঠায়।


মৃত্যুদূত শিয়রে দাঁড়িয়ে বলছে কোথায় যাবি !
তোদের নাকি অমিত শক্তি ঐ ঈশ্বরকে হারাবি!!


সময় জানে সময়ের কথা মিথ্যে তোদের বল,
ঈশ্বরকে হারাতে গিয়ে বানালি মানুষ মারার কল !


মৃত্যু পাহাড় গড়ে তুলেছিস কেউ নেই যে সৎকারে ,
বিজ্ঞানকে করলি দাস অন্যের ক্ষতিসাধনের তরে।


পরিবেশকে বিষিয়ে তুলেছিস নেই তার ছিরিছাঁদ,
যখনতখন শীত গ্রীষ্ম বৃষ্টি হানছে মৃত্যুফাঁদ।


ঈশ্বরের এই অসীম সৃষ্টি কেন করছিস ছারখার!
এবার তোদের ভাবতে হবে কেমনে হবি বৈতরণী পার!!


তাকিয়ে দেখ সমুখপানে সমুহ বিপদ কথা,
মৃত্যু যেন নতুন রূপে দেখা দিচ্ছে হেথা!


আগ্নেয়াস্ত্র রাসায়নিক সস্ত্র কীটাণু গেল না বাদ,
প্রতিরক্ষার মিথ্যে অজুহাত আধিপত্যের বিষ দাঁত।


ঈশ্বর যেন ঘুমিয়ে গেলেন জাগবেন না হেথা কোনোদিন,
শুধরাবিনা তোরা তো আর, গোন মৃত্যুপ্রহর প্রতিদিন।


হিংসা দ্বেষ ছড়াস কেন বিষ বাষ্পের মত,
মানবতা যে লুপ্তপ্রায় , বাকিটুকু অচিরেই হবে হত।