কবিতাঃ-না হয় একটু
✍️ মনোজ ভৌমিক


না হয় একটু কুয়াশা মেখেছে
সময়ের এই শীত,
তা বলে কি তুমি ভুলতে বসবে
ওই উচ্চাঙ্গ সঙ্গীত!


ধোঁয়াশা কুয়াশা কাটবে এখনি
ঐ সূর্যের খর তাপে,
শীতের দাপট থাকবেই জেনো
সময়ের পরিমাপে।


মালকোশ রাগ কন্ঠে ভরিও
বিলাবল গেও ধীরে,
রাগ তারানা গাইবে যখন
শ্রী জগরে নব সুরে।


সাত সুরে আছে অনেক গুণ
সকল ঋতু তা জানে,
শরীর ও মন হয় উচাটন
সময়ের অভিধানে।


বাহার এলে গেয়ো হিল্লোল রাগ
দীপক গ্রীষ্ম দিনে,
হৃদয় আবেগ লুকিয়ে রেখো
না হয় সময় গুনে।


সঘন বর্ষায় গলা ছেড়ে গেও
মেঘমল্লার গান,
তৃষিত হৃদয় যক্ষ বেদনা
পেয়ে যাবে সমাধান।


মন ময়ূরী ছড়াবে পেখম
ভৈরব রস রাগে,
যৌবনে মদে মত্ত দামিনী
খোঁজে প্রেম অনুরাগে।


রাগ রাগিণীর মত্ততা জাগে
জীবনের প্রতিপদে,
সময়ের সাথে হৃদয়ের কথা
হারায় কেন বিষাদে?