কবিতা:- নামকরণে


             মনোজ ভৌমিক


শিশুটির জন্ম হয়েছিলো অনেকদিন আগে,
জন্ম নামটা মেনে নিতে তবুও হৃদয়ে লাগে।
বেকসুর সে টনটনে ব্যথা এখনো মনে জাগে।
দেহটা যে ফুঁসছে জিজ্ঞাসু কৈশোর অনুরাগে।
নামের মধ্যে স্বকীয়তা আজও  বাকী র‍য়ে গেছে।
আসুক সময় আবার নতুন নাম অভিষেকে!
তুমি আমি সব একই থাকবো ঠিকানার শেষে,
নবান্নে নয় উৎসব বেশ জাঁকিয়েই হোক।
চিৎকারে একই কথা নাম " বাংলা" রাখা হোক।
শিশুটির আর্তি শুনবে ," দুটাকা কিলো" লোক।
পরিবর্তনে মনে থাকবে শিক্ষা জড়ানো শোক।