কবিতাঃ- নিকানো উনুন
✍️ মনোজ ভৌমিক


ঐ নিকানো উনুন হাতড়ে
ঘুমিয়ে গেছে যুবতী কাঠ!
খামুশী দুপুরে জাগে কেন
শূণ্য হাঁড়ির রিক্ত আর্তনাদ!!


ক্লান্ত সন্ধ্যায় কার্ণিশ পানে চেয়ে দেখে
পুরাতন চিলেকোঠা আজও তারে ডাকে!
বাতায়ন ছুঁয়ে যায় কত স্মৃতি গান!
দরজায় দাঁড়ানো সেই মিছে অভিমান!!


উন্মাদ বাতাস ছুঁয়ে বলেছিলে, চেয়ে দ্যাখো,
হৃদয় চৌকাঠে আমার নামটি লিখো।
মনের দেওয়ালে আজও লেখা আছে সেই নাম
নিকানো উনুন জ্বলে নাতো,শূণ্য পরিণাম।