কবিতা:- নির্ভীক পরীক্ষার্থী
কবি:- মনোজ ভৌমিক


রক্ত-মাংস কাঁপছে যে আজ হৃৎপিন্ডটার চাপে,
যেমন করে হেমন্ত ক্ষণে আমলকী বন কাঁপে।
আজকে দেখি পরীক্ষার্থীর হৃদয় কাঁপানো ভয়,
সাধারণদের মাথা ব্যথা ব্রিলিয়ান্টদের সংশয়।
বলছে কারা? যে কোনো ভাবেই উতরে গেলেই হয়,
ব্রিলিয়ান্টরা বলছে না কথা গুমসুম হয়েই রয়।
মা-বাবাদের টেনশনটা আজ দেখার মত ভাই,
লাগছে এমন রাত পোহালেই পরীক্ষা দেবে ওরাই।
মুখে ওরা বলছে হেসে,"করেছে ও দারুণ মেহনত, "
সবার ফাঁকে দিচ্ছে তানা,"ভালো রেজাল্টই শেষ পথ।"
ঐ দেখোনা মালীর ছেলে কাটছে বাগানে ঘাস,
বলছে মালী,"দু'দিন পর তোর নাকি পরীক্ষা সুভাষ? "
মধুর হেসে বলছে সুভাষ,"বাবা,টেনশন নেই সাথ,
পড়ার সাথে কাজও করি,জানি কাটতে হবে যে ঘাস।"
জীবনের আসল পরীক্ষাগুলি কাজের থেকেই শুরু,
সারা বছর ভালো পড়লেও তবু বুক করে দুরু দুরু।
জীবন মাঝে দেখি যে আজ কত অপরূপ খেলা,
আসল খেলাড়ী পিছনে থাকে নকলের বোলবলা।
সুভাষের মত ছেলেরা যদি পায় একটু সাশ্রয়,
দেখবে ওরা জীবন যুদ্ধে দারুণ করবে জয়।
কত সুভাষ ঘুমিয়ে যায়  এই পরীক্ষার অজুহাতে,
পরীক্ষাটা থাকনা পরীক্ষার মত, ভয়টা থাক দূরেতে।