কবিতাঃ- নতুনের প্রত্যাশা
✍মনোজ ভৌমিক


মৃত্যু যখন বুক পকেটে
পেটে মারে ছুঁচো ডন,
বলছে দেশ যুদ্ধ হবেই
এখন প্রহর গোন।


গুনছে প্রহর দিনে দিনে
শঙ্কায় বেঁচে থাকে,
পরিযায়ীর চাবুক পিঠে
চলমান এঁকেবেঁকে।


'আচ্ছে দিনের' গল্প না হয়
হোক না হোথায় শেষ,
আগামী দিনে যেন না দেখি
'বেকারী'র ভাগশেষ।


যুদ্ধটা তো রূপকথা নয়
সময়ের সব গল্প,
তুমি আমি মরলে ভালোই
কমবে যে অল্প স্বল্প।


তাই সবে বলা যুদ্ধ হোক
ভারত তবেই বাঁচে!
ধ্বংস হোক যত মাৎস্যন্যায়
আধিপত্যের ধাঁচে।


ধর্ম-বর্ণ জাত-পাত সব
ধুয়ে মুছে যাক যত,
নতুন পৃথিবীর সৃষ্টি হোক
থাকবে না কিছু ক্ষত।