কবিতা:- ও যশোদা
             মনোজ ভৌমিক

ও যশোদা তুই কাঁদিস কেন সঙ্গোপনে!
সময় কিন্তু লুকোনো কথাও জানে।
মনের মাঝেই লুকিয়ে সকল ব্যথা,
অবুঝ মনকে বোঝাস কেন অযথা!!

কংস কথাটা ছিলোনা কি তোর মনে?
মমতা মাখানো মাতৃত্ব সব জানে।
কংস যে সদাই ছলের খেলা খেলে,
ও কি বুঝবে মা'র মমতা কারে বলে!!

ঐ কানুর হাসি বড়ই যে মধুময়,
ও হাসিতে নিজেরে করলি কেন ক্ষয়!
কানু যে বোঝে তোর হৃদয়ের ব্যথা,
গোকুলনরেশ বুঝে কি সে ব্যথা কথা!!

কানুরে ভোলার সময় যে আজ তোর,
ও যশোদা এবার খুলে দে বাহুডোর।
কংসমুখো লোকেদেরকে ও দেখুক,
ছলচাতুরী প্রতারণা ও শিখুক।

মহাভারতটা ওর চোখেতেই লেখা,
এখন থেকে হোক না ওর সব শেখা।
মমতার ভাষা ওর হৃদয়েই বাঁধা,
দেবকী জানে,মা ডাকবে তোরে সর্বদা।

কৃষ্ণ জন্ম হোক না সহস্র বার,
তোর মমতা নয় কি ইতিহাস ভোলাবার!!