কবিতাঃ- ও নিবারণ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১১/০৭/২০২৫

দেখছো কেমন ও নিবারণ
সময় দিনের উল্টো রথ!
সময় এখন বদলে গেছে
হারিয়ে গেছে সব শপথ!!

একান্ন আজ নিউক্লিয়তে
স্বার্থ নিয়েই খেলছে খুব!
তুই তো সেই গো-বেচারা
আপন খুঁজে রইলি চুপ!!

সময় ঘড়ি বদলে গেছে,
'চাচা আপন প্রাণটা বাঁচা!'
সবাই এখন হিসেব কষে
পূর্ণ নয় হে, ঐ শূণ্য খাঁচা!!

হিসেব কষার সূত্রটাকে
বিরাম যদি না দাও তুমি,
শেষের দিনে দেখবে ঠিক
একাকিত্বের রিক্তা ভূমি!