কবিতাঃ- ও শীত বলবে
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ-২৯/১১/২০২৩


এখন তোমার ব্যালকনিতে রোদ...
রোদ ছুঁতে কি তনু হয়েছে অবোধ!
কামুক শীত খেলছে কুটিল খেলা...
অদৃশ্য প্রেম দেয় কি মনেতে দোলা!!


চুপিসারে রোদ ছুঁতে চায় ওই দেহ...
তুমি ছুঁয়ে নিলেও জানবে নাতো কেহ।
তুমি আর ও যদি হয়ে যাও আপন,
ছাপুক না ও দেহে অশ্লীল বিজ্ঞাপন।


বিষাদ ছোঁয়া ওই একলা ব্যালকনি,
আজকে তোমার সাথ দেবে এও জানি।
একলা মনেতে কেঁদেছো অনেক দিন,
ঐ সমর্পণে থাকে না যেন কোনো ঋণ।


পরকীয়া আজ এ সময়ের সম্ভোগ,
পেয়ে হারানোয় বেড়ে যায় মনোরোগ।
সবকিছু দাও যাকিছু আছে দেওয়ার,
নইলে ও শীত বলবে,"তুমি যে আমার।"