কবিতা :-অব্যক্ত বেদনা
            মনোজ ভৌমিক


তোর মুখটা সেদিন ছিলো সিঁদুররাঙা লাল,
বলতিস আমায় অনেক কথা ফুলিয়ে নিয়ে গাল।
আজকে দেখি কথাগুলো চৈত্রের রঙমশাল,
ভাবনাগুলো মারখাচ্ছে বলছে,"কোথায় কাল!"


মনটাকে আজ বুঝিয়ে বলি,"অবুঝ হোস না তুই,
কেন তুই বুঝিসনা নারে,ও যে ফুল বাগানের জুঁই!
ভ্রমর কত গান গেয়ে যায় সুগন্ধ ভরপুর,
তাই তো তার কথাগুলো আজকে বহুদুর।


সেদিন ছিলো ফাগুন হাওয়া তুই ছিলি মধুর,
এখন তোর বুক জ্বালানো চৈত্র ভরদুপুর।
ঘড়ির কাঁটা ঘুরতে থাকে সময় নিয়ে মনে,
দু:খগুলো জমিয়ে বুকে কাঁদিস নিরজনে।