কবিতা:- অবেলার গান
         মনোজ ভৌমিক


সময়ের সাথে অনেকখানি
বদলেছে দেহ সাজ,
কৈশোর মন খুঁজি এখন
সময় বলে," কি কাজ?"


আটপিঠে রোদ বলছে যে,
"সময়টাকে তো দেখো!
ভাবনা ঘুমোক ও মনেতে
ওদের দেখেই শেখো।"


হিসেবী খাতায় নতুন কথা
জীবনেতে নীল বিষ,
এখন শুধু প্রহর গোণা
হাওয়াদের ফিসফিস।