কবিতাঃ- অবেলার কবিতা
✍️ মনোজ ভৌমিক


শরতের নীল আকাশ জুড়ে যখন সাদা মেঘগুলো খেলা করছিল। সান্ধ্য গোধূলির রঙে এক অনির্বচনীয় মুগ্ধতা ফুটে উঠছিল। ব্যালকোনির ইজিচেয়ারে বসে মন্ত্রমুগ্ধ আমি। একপ্রকার দৌড়াতে দৌড়াতে চায়ের কাপ টেবিলে রেখে আমার গলা জড়িয়ে ধরে বললে,
---ঐ দ্যাখো, কী সুন্দর শরৎ গোধূলির খেলা! এই, একটা কবিতা লেখো না প্লিজ....
আমার ইজিচেয়ার নড়ে উঠেছিল। আমি হতবাক! মুগ্ধচিত্তে তোমার মুখপানে চেয়েছিলাম....
এলোচুল চুইয়ে গোধূলির রং তোমার বাদামী মুখমন্ডলে অপরূপ শোভাবর্ধন করছিল! আমি হারিয়ে যাচ্ছিলাম কালের গহ্বরে। ওখানে খুঁজছিলাম আমার কবিতা...
যেখানে আধোঘুম ঘুম চোখে আমি দেখতাম, চায়ের কাপ হাতে বিছানার পাশে বসে তুমি ডাকছো,
--- এই,ওঠো না। অনেক বেলা হ'লো যে....
ভেজা চুল থেকে টপ্ টপ্ করে ঝরে পড়ত ভালোবাসার অমৃত সুধা... আমার বুকে...মুখে...চোখে...


শরৎ গোধূলি ছুঁয়ে জেগে উঠলো এক অশান্ত কবিতা! ধোঁয়া উঠতে থাকে চায়ের কাপে... অন্ধকার নেমে আসে ইজিচেয়ারে।