কবিতা:-ওদের কথা লেখা থাকে..
            মনোজ ভৌমিক


ফুটপাত আজও জাগে...শৈশব কান্নায়,
মনের দেওয়াল ভাঙে...মানবিক বন্যায়।
হাড় কাঁপা ব্যথা দিয়ে...বুড়ো শীত হেসে যায়,
ফাগুনে আগুন লাগে...ওদের কি আসে যায়..!!!


চৈত্রতে চেয়ে দেখে...কটকটে রোদ্দুর,
বৈশাখে ওঠে ঝড়....বুক করে দুরদুর!
শ্রাবণের কালো মেঘে...ধুয়ে যায় ভাঙা ঘর,
শরতের আলো নিয়ে...কারা করে ভাগদোড়।


বোঝে ওরা সবকিছু...জাগে শুধু মনে ভয়,
হেমন্ত বোঝায় যে....জীবনের পরাজয়।
চারিদিকে দেখো চেয়ে...আজ বড় শোরগোল,
প্যান্ডেলে প্যান্ডেলে....সরস্বতী আনমোল।


বাবুদের চারচাকা....ওড়ায় যে পথধূল,
ফুটপাত ভরে যায়...ভাবে না তো ওরা ফুল...!!
আশাহত চোখ নিয়ে..ওরা শুধু খায় কুল,
কারা যেন বলে যায়... জন্মতে ওরা ভুল।


বাগদেবী চুপচাপ...বসে আছে ওখানেই,
বিদ্যাবাগীশ সবাই....তাই মুখে ভাষা নেই।
সলজ্জ চাহুনিতে...চেয়ে থাকে শিশুরাই ,
কেউ তো বলে না এসে..ওদেরও তো ভাষা চাই..!!


সরস্বতী আসে যায়...এভাবেই দেশেতে,
ওদের কথা লেখা থাকে...বাজেট আর ভোটেতে।