কবিতা:-ওদেরই তো চাই
            মনোজ ভৌমিক


মাছরাঙা পড়ে গেলে জ্বরে,
মাছগুলি জলে খেলা করে।
ঝিলমিল রোদ পুকুরেতে,
বড়মাছ থাকেই তফাতে।


ছোটোমাছ থাকে একসাথে,
মাঝারিরা খেলে মাঝপথে।
বড়মাছ বড়ই চতুর,
জলতলে করে ঘুরঘুর।


হাঁসগুলি নেমে আসে জলে,
পানকৌড়ি হিংসেতে জ্বলে।
ছোটোমাছে স্বাদ নাকি বেশ!
দু'দলেতে মাছ খাওয়া রেশ।


ধরাপড়ে শুধু ছোটো আজ,
বড় ধরা জেলেদের কাজ।
জেলেদের বড় সাঠগাঁঠ,
জাল কেটে ভাগে বড় মাছ।


ধরাপড়ে মাঝারিরা তাই,
ওরা বলে,"ওদেরই তো চাই।"