কবিতাঃ- অধরা তুই
✍️ মনোজ ভৌমিক


মেঘ,ও মেঘ,তুই কোন দেশেতে থাকিস?
কোথা থেকে আসিস??
যখন তখন হুড়মুড়িয়ে কোথায় তুই যাস?
আমার জন্য না হয় একটুক্ষণ দাঁড়াস।
কত পুরাতন ইচ্ছে একবার তোকে ছুঁই,
একটু সবুর হবে কবে বল না তুই?

ও মেঘ, মনে পড়ে কি তোর
সেই হারানো ছোটোবেলা!
দৌড়... দৌড়.. মাঠ পেরিয়ে
তোকে হারানোর খেলা!!
মা ডাকতো,কোথায় খোকা!
তুই বলতিস,আস্ত বোকা!!


হারিয়ে গেলো আমার ছেলেবেলা...
কৈশোর দিনে তুই-ই ছিলি একেলা!
খোলা বারান্দায় দেখতাম তোর ছবি,
ডাক দিয়েছি কতবার,আয় না মেঘ,আমার সাথী হবি?
মন ছুঁই ছুঁই খেলবি আমার সাথে??
আঙিনায় গিয়ে ভিজবো রে একসাথে।
হঠাৎ করেই হাসতিস তুই জোরে,
গম্ভীর স্বরে বলতিস,আর তা হয় নারে।


যৌবন ছোঁয়া মন ছিল পিয়াসী,
তোর প্রেমেতে যক্ষ মন উদাসী।
কামরাঙা সব গল্পে লেখা চিঠি...
উত্তর নেই! ফেরৎ ছিল প্রতিটি!!
জানিস মেঘ,আজকে আমার দিন ফুরোনো বেলা,
কেউ আসেনা,কেউ করে না খেলা!
আয় না মেঘ,ব্যালকনিটাও একা!!
কফির কাপের ধোঁয়ার চুমুতেই তোকে দেখা!


ও মেঘ,তুই কি ভালো বাসতে জানিস?
মল্লার গান গাইতে কি তুই পারিস?


তোর বুকে নাকি বৃষ্টি আছে মেঘ! আছে জল ছৈ ছৈ নদী!!
এই অবেলায় সাত সুরেতে ভাসিয়ে নিতিস যদি!
অধরা হয়ে বাঁচিস কেন সৃষ্টি সুখের মাঝে?
দেখনা শত পিয়াসী মন তোর হৃদয় ছোঁয়ার সাজে।