কবিতাঃ- অধরা
✍️ মনোজ ভৌমিক


জানো সুচরিতা, এ পৃথিবীর মূল বস্তুগুলিই যেন অধরা!
শুধু স্পর্শ আর অনুভূতি ছাড়া  বোঝার উপায় থাকে না।
ওই যে অন্তহীন তেজস্বী আলো.... ও কেবল দৃষ্টি শক্তির অনুভূতি মাত্র!
ঐ উচ্ছল জলরাশি... ওকে  তুমি স্পর্শ বা অনুভূতি দিয়ে বুঝতে পারো
কিন্তু দু’হাত দিয়ে ওকে ধরে রাখতে পারো না!!
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত প্রাণ বায়ু...হাওয়া,
ওকে তুমি অনুভব করতে পারো, কিন্তু ধরতে পারোনা!
তোমার আর আমার মধ্যে এই যে জাগতিক প্রেম ভালোবাসা,
বলো কে কতদিন ধরে রাখতে পেরেছে সুচরিতা?
তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কের ভিত
সময়ের সাথে ক্রমশ অধরা হয়ে যায়!
কতদিনইবা তুমি আর আমি একে অপরকে ধরে রাখতে পারি!
কেবলি কালের আবর্তে আবর্তিত হয় মহান কর্মের স্থপতি।
ঐ যে সুনীল আকাশ! ওকে তুমি যতই ধরার প্রচেষ্টা করো
উঁচুতে উঠে দেখো...ওই নীলও কিন্তু অধরা!
যাকিছুই আজ 'আমার' বলে ধারণ করে আছি
প্রকৃত অর্থে সবই কিন্তু আজ অধরা...