কবিতাঃ- ওগো নির্দয় বিধাতা
✍️ মনোজ ভৌমিক


যতটা জ্বললে আগুন
পুড়ে যায় মনরোগ,
ঠিক ততটাই দাও
বাকিটা হোক দুর্যোগ।


মানুষের বিকৃত চিত্ত
যেন জীবন্ত শ্বাপদ,
চারিদিকে আস্ফালন
উন্মত্ততায এ দ্বিপদ!


সজীব সুন্দর পৃথিবী
আজ বড়ই অস্থির!
সময়ের যন্ত্রণায়
ভাঙে নিজ তসবীর!!


ওরা যারা বাঁচতে চায়
শান্তি সুখ অনাদরে,
ওদের কি দোষ বলো
আজকে তোমার দ্বারে?


একমুঠো আলো চায়
চায় এক বুক আশা,
তবু কেন এত আগুন!
কেন উত্তপ্ত নিরাশা!!


কেন এ কঠোর সাজা
দাও গো অবোধ জনে?
সুবোধ নির্বোধ যারা
তারা জ্বলুক দহনে।


ওগো নির্দয় বিধাতা,
ক্ষমা করো আজ তবে,
ক্ষুধার্ত, বুভুক্ষু ছাড়া
কে তোমারে পূজিবে???