কবিতা:-ও আকাশ
        মনোজ ভৌমিক


দিগন্ত হতে দিগন্তে ছোটে হাওয়া,
আমার মনেতে নেই তো কিছুই চাওয়া।
তোমার ছবি ব্যপ্ত এই ভুবন মাঝে,
আকুল প্রাণে যে দেখি সকাল আর সাঁঝে।


বুকের থেকে ঝরাতে থাকো তপন তাপ,
ধরিত্রী বুকে রাখো গভীর গোপন ছাপ।
সময়ের সাথে অসময়রা খেলা করে,
তুমি সদায় আছো রবির কিরণ 'পরে।


নিকষ কালো মেঘ দিগন্তে যায় ধেয়ে,
তোমার পানে আমি রয়েছি সদাই চেয়ে।
কেমন ক'রে ধরে থাকো ও বৃষ্টি মেঘে!
ষড়ঋতুর মাঝে অরূপের রূপে জেগে।


তোমার হাসি ওই দিগন্তে যে হারায়,
বাউল বাতাসরা মনটাকে ছুঁয়ে যায়।
তুমি সদা জাগ্রত অন্ধ রাতের দেশে,
চাঁদ তারারা কত খেলা খেলে হেসে হেসে!


শতাব্দী হতেই শতাব্দী ঘুরেফিরে,
আজও জেগে রও চির নতুনের সুরে।