কবিতাঃ- ও কদম
           মনোজ ভৌমিক


ও কদম, তুই ফুটিস কেন আষাঢ় শ্রাবণ মাসে!
ঐ বৃষ্টি শুধু তোরেই কেন একাই ভালোবাসে!!
সূর্য কেন চোখ ঢেকে রয় সকালে আর সাঁঝে!
যক্ষ মনের বিরহ ব্যথা কেন ও হৃদয়ে বাজে!!


ও কদম, তোর গন্ধের থেকে রূপটাই হলো কাল!
আশিন ফাগুনে ফুটিস না তুই খুঁজলি বর্ষাকাল!!
তোর কারণে প্রেমিক বাদল বড়ই যে বেহায়া!
কালিদাসী মনে উড়ছে ও যে দেহ জ্বালানো হাওয়া!!


ও কদম, ঐ বাদল মেঘে বুঝিয়ে তুই আজ বল,
ভালোবাসার মিথ্যে খেলায় করুক যত ছল।
কদম কদম ঐ খেলাটা যেন বন্ধ করে রে ও,
বুকের সুধা ঢেলে দিয়ে ডাকুক তোরে, "প্রিয়। "


ঢলবে সময় ক'দিন পরে ঝরবে তোর ঐ রূপ,
কালিদাসী মেঘ যাবে রে উড়ে বুঝবি প্রেমের স্বরূপ।
ও কদম, এবার খুঁজিস রে তুই আশিন ফাগুন মাস,
মনচলি ও, নেই যে আর ওর প্রেমে বিশ্বাস।