কবিতাঃ- ও মেঘ তুই....
✍️ মনোজ ভৌমিক


ও মেঘ,তুই ভালোবাসতে জানিস?
শুকনো নদীর মনের কথা শুনিস??
হাওয়ায় সাথে কিসের কথা বলিস?
আমার কথা একবার না হয় ভাবিস।


সবুজ কথা যেন আজকে অবান্তর,
জানিস কি তুই কোথায় তোর ঘর?
সমুদ্র বুকে আজও ঘুমোয় কি ঈশ্বর??
আয় না  তুই এবার বৃষ্টি হয়েই ঝর।


ব্যালকনি জুড়ে চুপিকথাদের ভিড়,
চিলেকোঠাতে ভাবনা বড়ই অধীর।
শুকনো এখন চোখের কোণের নীর,
বিষন্নতায় ওই আকাশের তসবীর।


হৃদয়ের ঘরে আজ উদাসী যন্ত্রণা,
একবার তুই আপন ভেবেই আয় না।
মিটিয়ে দে না  এ মনের যত তৃষা,
আষাঢ় শেষেও থাকে তোর অন্বেষা!


ভালোবাসা বাসি মন্ত্রটাকে তুই পড়,
আকাশ ছেড়ে,এ বুকেই বাঁধ ঘর।