কবিতাঃ- ইপ্সিত নৌকা
✍️ মনোজ ভৌমিক


জল থৈ থৈ শরীর রে তোর
জোয়ার জোয়ার খেলা,
ওইখানেতে আমার ভেলা
ভাসবে না এইবেলা।


উথাল পাথাল দেহ তোর
ভাঙছে হৃদয় কূল,
উতলা প্রাণে নৌ ভাসানোর
করবো না আর ভুল।


ভাঙেছে নৌকা,ছিঁড়েছে পাল,
চলেছি জীবনভর,
ক্ষত দাঁড়ে কেমনে এ তরী
বাইবো তোর উপর!


দূরের থেকে দেখাস ভালো
বাঁধ ভাঙা স্রোত কত!  
নদী হবি যখন রে তুই
ভাঙবো তখন ব্রত।