কবিতা :- ও শুভজিৎ
কলমেঃ- মনোজ ভৌমিক


ও শুভজিৎ,
কেমন আছিস!
মন খারাপের বেলা!!


আয় না হেথা
খেলবো দু'জনে
প্রথম কদম খেলা।


এই দেখ না
শহরটা জুড়ে
নাচছি আমিই একা!


আমার সাথে
নাচবি রে আয়
হবি পুরাতন সখা।


সেদিন বড়
ডাকতিস তুই
আয়রে ও বৃষ্টি আয়!


গুমোট মনে
ক'দিন থেকেই
করছিলি হায়!হায়!


ভয় পাস না
একটু না হয়..
দূরে দূরেই থাকিস।


সময়টাকে
সঠিক মেনেই
ভিজতে তুই আসিস।


মনোব্যথাটা
মিটবে রে তোর
ভুলবি সকল দুখ।


সর্দি কাশির
ভয় করিস নে
ও সময়ের অসুখ।


ও শুভজিৎ
আয় না রে সোনা
একটু নেচেই নিই!


ক'দিন থেকে
এই একা একা
ভাল্লাগে কি বল তুই!!