কবিতাঃ- ঐ উড়ান ভরা শূন্য
✍️ মনোজ ভৌমিক


আকাশ ভাঙা শব্দগুলো
বাতাস ছুঁয়ে কাঁদে,
সম্পর্কের মিথ্যে দেওয়াল
কেন শূন্যে ঘর বাঁধে?


হাওয়ায় ঝোঁকা এলে পরেই
দুলতে থাকে ভীষণ,
মেঘগুলো সব প্রশ্ন করে
বল,কে তোর আপন?


প্রশ্ন নিয়ে খুঁজছে সময়
কে আপন! কেবা পর!!
ভাবনা বড়ই হাপিত্যেশে
ভাঙছে মনের ঘর।


ঐ সম্পর্কের মাঞ্জা সুতোয়
ঘুরছে লাটাই ঘুড়ি,
সুতোর আয়ন নিউক্লীয়
মাঞ্জাও হয়েছে চুরি!


লাটাই শুধু ঘুরতে থাকে
সুতোর মাপজোক বৃথা,
মিথ্যে কেবল উড়ান ভরা
নীল ছোঁয়া মিথ্যে কথা।


কাটলে সুতো বোঝে ও ঘুড়ি
ঐ উড়ান ভরা শূন্য,
আপন ছিলো ওই লাটাই
মমতায় পরিপূর্ণ।