কবিতাঃ- ওইখানে শুয়ে আছে সেই পরিচিত লোক
✍️ মনোজ ভৌমিক


হেমন্তের শিশির ছুঁয়েছে সোনালী ধানের শীষ,
নবান্নের ঘ্রাণ নেয় বিধবা কৃষাণ রমণী!
ঘাসেদের বুক বেয়ে ধেয়ে আসে বুড়ো শীত,
ডাহুকের গান শোনে হিজল বকুল।
আম জাম কাঁঠালের বুকে নাচে কেউ!
রাত শেষে দিন এসে করে কত খেলা!!
ওইখানে শুয়ে আছে সেই পরিচিত লোক,
যার সাথে প্রতিবার হ'তো শত কথা,
আজ কচুরিপানার শুকনো সজীবতায় ডুবছে জিজ্ঞাসা...