বিভাগ:- ঐক্যবদ্ধ বিরোধ (ওরা নয় জন)
             মনোজ ভৌমিক


ওরা নয় জন, ব্যাচেলার ভারতনাট্যম, বুঝে গেলো সারা গুজরাট...
শিক্ষাকে নিয়ে যারা খেলা করে,চলবে না তাদের প্রতাপ ,
ওরা ক'জনেই ভেঙে দিল আজ এম এস ইউনিভার্সিটির ঘুম,
অনেক সয়েছে,আর খাবে না ওই ,ভ্রষ্ট গুরুপদে , ।


বহু অনুনয়,অনেক বিনয়, দেখিয়েছে গুরুজনে,
দাম্ভিক গুরু বোঝেনি ওদের শ্রদ্ধা ভালোবাসার মানে।
খবরেরকাগজ বলে দিলো আজ কেমন গুরু তুমি!
ইউনিভার্সিটির গৌরব ভুলে করলে রণভূমি।


সাবধান হও এখনো তোমার সরকারি খানা বাকী,
শেষের বেলায় তুমি চোখে সরষে ফুল দেখবে নাকি?
ওরা চেয়েছে প্রকৃত শিক্ষা,হবে দিগন্তে প্রোজ্জ্বল,
তুমি ওদের ভূবনে কেন ভরে দিতে চাও হলাহল !!


যেন তেন প্রকারেণ সরকারী অর্থ আত্মসাৎ করো তুমি,
শিক্ষা নিয়ে করো প্রহসন, করলে শিক্ষার বদনামী।
ওরা নয় জন চেয়েছে প্রকৃত শিক্ষা তোমা হতে,
ছলিত ডিগ্রী, পারানি ওদের সঠিক শিক্ষা দিতে।


সময় এখন করবে বিচার,প্রজন্মরা হুঁশিয়ার,
সাহসী বুক দিলো বার্তা শিক্ষায় করাপশন নয় আর।


1st time nine young girls Students of M S University (Music college Gujarat) ferocious protest against Prof. Ami Pandiya's educational corruption.msg has been spread in all media. today you be find another protest in"The Times of India"