কবিতা:-অপেক্ষা আর উপেক্ষা
✍️ মনোজ ভৌমিক


অপেক্ষা আর উপেক্ষা তো থাকলোই জীবনভর,
সময়কালে বুঝলে তুমি কে আপন! কেবা পর!!
বুঝলে যখন,খুঁড়লো ওরা দু'গজের ঐ ভূমি,
দেখলে হোথা হিসেবনিকেশ  ছিল যে বদনামি!
ধনসম্পদ গড়লে অঢেল প্রাসাদ-প্রমান বাড়ি,
শেষের দিনে ইনাম পেলে তুমিই বড় আনাড়ি।
যাদের তুমি আপন ভেবে রাখলে মনে অপেক্ষা,
তারাই তোমায় দিয়ে গেছে জীবনভরের উপেক্ষা!
আপন বলতে কেউ কারো না স্বার্থে বাঁচে সবাই,
মোদ্দা কথা তুমি আমি ওরা কুশীলব হেথা সব্বাই।
ঐ ভাবনা রাখলে মনে দুঃখ হতো না কিছু,
অপেক্ষা আর উপেক্ষারা হাঁটতো তোমার পিছু।