কবিতা :-ওরা তো চায়
          মনোজ ভৌমিক


কতগুলি প্রদীপ জ্বেলেছিলে দীপাবলি রাতে!
সকল প্রদীপ কী জ্বলেছিল একসাথে!!
কোন প্রদীপে ছিলো বলো সবচেয়ে বেশি আলো!
দেখেছিলে কি পিলসুজ! কত আঁধারে ডুবেছিল!!


সলতে গুলোকে কি দেখেছিলে খোলা চোখে!
কেমন করে পুড়ছিল ওরা ভাবনা বুকে রেখে!!
পিলসুজ গুলো চিরদিন কেন আঁধার হাতড়ে মরে!
মমতা জ্বালানো সলতে কেন চায় প্রদীপ জ্বলুক ভালো করে!!


আলো কেন বুঝেও বোঝে না পিলসুজী মনোব্যথা!
সলতে পুড়বে, ও যে কোমল হৃদয় রূপকথা।
ওদের খবর নাই নিক সকল আলো একসাথে,
ওরা তো চায় আলোরা জ্বলুক দীপাবলির মত প্রতি রাতে।