কবিতা :- ওরাই বাঁচুক
      মনোজ ভৌমিক


মাটি ভিজে গেছে ক'য়েকটি ফোটা ঘামে,
বৃষ্টি কথা বন্ধ যে নীল খামে।


আষাঢ়ে ভেসেছে ক'বে কোন "সোনার তরী!"
ভাবটা এখন স্বপ্নেতেই স্মরি।


ভাব ভেঙে ভেঙে ওই ভাবনায় কাঁদে মন,
কৃষাণী মনে সৃষ্টি জ্বালাতন।


গোপন রাতের বেহিসেবী কথাগুলো,
বুকফাটা মাঠে কৃষকের মন নুলো।


বর্ষা আকাশ দেখিনা পুকুর ঘাটে,
মাঝি মল্লার নদীর বুকেতে হাঁটে!


সময় কাঁদছে যন্ত্রণা নিয়ে বুকে,
শহরবাসীরা বাতানুকূলের সুখে।


সুখের প্রাসাদে বুক ভরে কিছু লোক,
বস্তী ঘরেতে জেগে ওঠে রাতে শোক।


নিয়ানি আলোতে ডেকে নেয় কালো পেশা,
সভ্য সমাজটা মেটায় ওদের তৃষা।


ফারাক দেখে না কবিতা আজ কোনোখানে,
গ্রাম ও শহর মাতোয়ারা উন্নয়নে।


ঐ বৃষ্টি কথাটা থাকনা বদ্ধ ঘরে,
ওরাই বাঁচুক,আমরা মরি এমনিকরে।