কবিতাঃ- অসমাপ্ত অবগাহন
✍️ মনোজ ভৌমিক


ঐ যে মালভূমিটা দেখছো...
ওখানে একটা পাহাড় ছিল।
সেই পাহাড়ের বুকে একটা ঝর্ণা ছিল...
ঝর্ণাটা একটা সবুজ মন খুঁজতো....
সে প্রায়ই আমাকে ডাক দিত,
আমি তার সামনে যেতাম।
কত গল্প করতো ও আমার সাথে
সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতো
কারুর কোনো হুঁশ থাকতো না!


মাঝে মাঝে সে আমাকে বলতো,
তুমি আমার সাথে ছুটতে পারবে?
আমি বলতাম, হ্যাঁ...
মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম...
সে মুচকি হাসতো।
আমি ভাবারণ্যে হারিয়ে যেতাম....


এমনি করে কেটে গেল বেশ কয়েকটা বছর...
একদিন মধ্যাহ্নে সে আমাকে বলেছিল,
আজ আমি নদী হতে চাই...
তবেই তো তুমি আমার বুকে
অবগাহন করতে পারবে।
আমি তাকে বলেছিলাম, অপেক্ষা করো...
কিন্তু সে বড় অধীর হয়ে উঠেছিল...


সেইদিন সাঁঝবেলা প্রচন্ড ভূমিকম্পে
কেঁপে উঠেছিল সারা গাঁও!
আমি প্রাণপনে দৌড়ে গেছিলাম...
বিস্ময়ের চোখে দেখেছিলাম,
পাহাড়টা ভেঙে চৌচির হতে!
আর ঝর্ণা!ঝর্ণা যেন কোথায় হারিয়ে গেছে!
তার আর নদী হওয়া হলো না!!


এমনিকরে পৃথিবীর বুক থেকে ঝর্ণারা
এইভাবেই হারিয়ে যায়...
অসমাপ্ত রয়ে যায় অবগাহনের গল্প।