কবিতা:- অসময়ে বসন্ত
            মনোজ ভৌমিক


মন নিয়ে খেলে গেছে ওই শীত রোদ্দুর,
এখন মেঘলা বাতাস,ও বড়ই চতুর।
কোয়েল বলছে সুরে,"বসন্ত আগমন,
খানিক পরেই পাবে তুমি দখিনা পবন।"


কালো কালো মেঘেতে লুকোনো শত ব্যথা কথা,
যক্ষ বিরহ নিয়ে মন লেখে আজ কবিতা।
নিভে যাওয়া প্রদীপের আলোটারে দেখি,
কালো ওই মেঘ ফুঁড়ে সূর্য দেয় যে উঁকি!


বসন্তে অশান্ত কেন আজকে এ মন!
সময় হারানো বেলার সময় কি এখন?
লুকোচুরি খেলা কেন খেলে মেঘ রোদ্দুর!!
শীত ভাঙা শরীরে নেই বসন্তের সুর।


তবুও কোয়েল ডাকে, কেন ও বেহাগরাগে!
তাই বুঝি মন শুধু কাঁদে এ অবেলার ফাগে!!