কবিতাঃ- অসভ্যতা
✍️ মনোজ ভৌমিক


টকটকে লাল রং আজ বড় ফ্যাকাসে,
উচ্ছ্বল যৌবন উড়ে গেছে বাতাসে!


চারিদিকে ঘনঘোর আঁধারের ঢাকনা,
বুড়োচিল দম দেয় ইমানের পাখনা!


লালা মাখা জিভটাকে ঠোঁট দিয়ে কামড়ায়!
শিকারের আশা নিয়ে চোখ যেন হায়নায়!!


আশাবাদী মন নিয়ে খেলা করে রোজ রোজ,
বোঝেনাতো শরীরটা আজ তার বড় বোঝ।


ছলনায় খেলে প্রেম যন্তর মন্তর,
ধোঁয়ামাখা চোখ নিয়ে ভেজে কারো অন্তর!


কিছু প্রেম প্রেম নয় উন্মাদ নিষ্ঠুর,
সভ্যের রূপ নিয়ে খেলা করে ভরপুর!


শত বোবা কান্নায় কেঁদে মরে ওরা সব,
ওড়নার লাল দাগে ঢেকে নেয় বৈভব!


পৃথিবীটা আজ বড় নিষ্ঠুর নির্মম,
মুখোশের আড়ালেই মুখ ঢাকে কত যম!