আজও রক্ত ঝরছে কাশ্মীরে- স্বতন্ত্রতার অজুহাতে।
আবার ওদিন রক্ত রঞ্জিত হয়েছিল ঢাকা শহরটা-
আতঙ্কের ছায়াতে।
আফ্গানিস্থানে আজও দেখ রক্তের ঝলকানি।
ইরাকে রক্তাক্ত বিদ্রোহের অগ্নিশিখা।
সিরিয়াতে রক্ত ঝরা আগুনের বন্যা।
কিসের জন্য এ নগ্নতা!
কেন আজ নিরীহ মানুষের রক্তের হোলীখেলা!
ভেবে দেখ,যে শিশু জন্ম নেবে আজ এ পৃথিবীর বুকে
কি অপরাধ তার!
সে তো নিস্পাপ, ভাষাহীন, এ সভ্যতার বুকে।
কত সুন্দর স্বপ্ন দেখেছিল সে মায়ের গর্ভেতে।
ভাবে নি সে কোনোদিনও,
এ প্রদুসিত নদীনালা, এ বিষাক্ত কালো ধোঁয়া,
এ অগ্নিগর্ভ বাতাস,
এক অজানা অভিশাপ হয়ে,
তার জীবনের সাথী হবে একদিন।
একবার ভাব, কেন আজ তিলে তিলে আগামী
প্রজন্মকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া।
কেন শত প্রশ্নের বেড়াজালে আমাদের বাঁধবে ওরা!
কেন অভিশপ্ত জন্ম পাবে ওরা!