কবিতা :- পাগলেতে দেবী
          মনোজ ভৌমিক


ওখানে পাগল দেখো ঘুমোয়নি আজ,
মায়ের মন্দির খানি নিল নব সাজ।
ঝাঁঝ ঘন্টা বাজিতেছে হোথা অবিরত,
বেচারা পাগল তালি দিতে দিতে হত।
ঘাড় দুলাইয়া "মা" "মা" শব্দেতে আহ্বান,
ভক্তবৃন্দ দেখে তারে,দিয়া নিজ ধ্যান।
বলিতেছে সবে আজ পাগলেতে দেবী,
জয় মা! জয় মা! ধ্বনি উচ্চস্বরে সবি।


মা-রে ছাড়ি সবে আজ পাগলেতে নমে,
মুচকি হাসিছে মাতা মানুষের ভ্রমে।
ভাবিতেছে মনে মনে মানুষ মহান,
মম রূপ স্মরি ওরা হারায়েছে জ্ঞান।
ধন্য আজ মম চিত্ত দেখিয়া এ দৃশ্য,
খুঁজিলেও পাবে নাকো খোঁজো সারা বিশ্ব।