কবিতা :- পঁচাত্তরেও উড়ো
কলমেঃ- মনোজ ভৌমিক


এসো এখন আমরা সবাই
ধ্বজা ধ্বজা খেলি,
লক্ষ ধ্বজা লুকিয়ে এ মনে
মনের কথা বলি।
রক্তে ভেজা ওই ধ্বজাটা
উড়েছে কবে বলো!
ভাবনাটাকে মনের মাঝে
বৃথাই কেন ছলো!!
ফাঁসির মঞ্চে বীর ক্ষুদিরাম
সুভাষ নিরুদ্দেশ!
মাতঙ্গিনী পতাকা বুকে
গুলিতে হলো শেষ!!
অহিংসার পূজারী হয়ে
লাভটা হলো কী?
সাতচল্লিশের পতাকায় আজো
ধর্মের ছাপ দেখি!
জাতের নামে বজ্জাতিটাও
আজকে দেখি বড়!
চুয়াত্তরের ও ধ্বজা তুমি
পঁচাত্তরেও উড়ো।