কবিতা:- পরাকীয়ার জয়ে
                  মনোজ ভৌমিক


পরাকীয়া সম্পর্কটা সত্যি এবার মুক্তি পেলো,
সুপ্রিমকোর্ট ভাবনাটাকে আজাদ করেই দিলো।
ফৌজদারি কেস এ বিষয়ে আর করবে না ভাই কেহ,
এখন তুমি অবাধে দিও ওই মনের সঙ্গে দেহ।


স্বামী-স্ত্রীর প্রেম কথা রুদ্ধ রাতেই থাক,
বাকী সবকিছু যেমন চলছে তেমন-ই চলে যাক।
স্বাধীনতা চাই সবখানে,চাই সমান অধিকার,
পুরুষালী ওই ভাবনাটা এবার ভীষণ খেলো মার।


এগোচ্ছে দেশ এগোতে দাও,নিয়ে সমতার ও পথ,
সনাতনী সব ভাবনাগুলো আর নেবে না কোনো শপথ।
ঘুমপাড়ানি গানেতে এবার বর্গীরা আসবে ধেয়ে,
এবার তুমি ঠুঁটো জগন্নাথ,থাকবে শুধুই চেয়ে।


এই কথা আমি বলছি না,বলছে আগামী ভবিষ্যৎ,
সুগার-প্রেসার বাড়বে দেহেতে,না হও যদি সৎ।