অনুকবিতাঃ-পর্যুদস্ত গণতন্ত্র
✍️ মনোজ ভৌমিক


তন্ত্র যদি মন্ত্র কথা বলে,
গণতন্ত্র ডোবে অথৈ জলে।


মরলে মানুষ কার কি যায় আসে!
মসনদী কথা সবার আগে ভাসে!!


মানবতার মিথ্যে এ জয়গান,
ধর্মান্ধ হিংসা দেয় ফরমান!


দীন দুখী আর পরিযায়ী কথা থাক,
মহামারী আর সাইক্লোন মেরে যাক।