নার্সিংহোম থেকে ভেসে এল, এক ভয়ার্ত আর্তচিত্কার,
" মা, ওরা আমায় মেরে ফেল্লে মা! ওদের শাস্তি দিও,
ওদের শাস্তি দিও মা!"
জেগে উঠেছিল শহরটা সহ সারা দেশ।
আগুন জ্বলেছিল জনমনে।
ক্যান্ডেল মার্চ হয়েছিল রাস্তায় রাস্তায়।
পাশবিক অত্যাচারের উপর ধিক্কার জানিয়ে ছিল সারা বিশ্ব।
আলোড়িত হয়েছিল, সংসদ সহ মূখ্য বিচারালয়।


ওতো ছিল নির্ভয়া!
কিন্তু বন্ধু, হাজার হাজার নির্বলা,
আজও নিপীড়িতা, ধর্ষিতা।
কোথাও বা ছদ্ম্ববেশী ভন্ড সাধু,
কোথাও বা মুখোশধারী সামাজিক কর্মকর্তা।
গোপনে, সরকারী আমলা আর বদনেতাদের
বিলাসিতার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ওরা।
পরিজন থেকেও খুব সুরক্ষিত নয় এরা।


পাপদগ্ধ হয়ে পড়েছে সমাজ!
শয়তানদের বিষাক্ত হাত,
নারীত্বের গলা টিপে ধরেছে।
বিকৃত সমাজ শিক্ষার মেডেল গলায় ঝুঁলিয়ে
আদিম নগ্নতার হাত ধরে এগিয়ে চলেছে আজও।


বন্ধু, কে জাগাবে ঘুম! কে দেখাবে আলো!
তুমি আছো, আমি আছি আরো আছে আরও!
শিক্ষার গহ্বরে লুকিয়ে থাকা, কুশিক্ষার  অন্ধকারকে মারো।
উপড়ে ফেলো বিষাক্ত চারাগাছ।
হৃদয় মাঝে মঙ্গল দীপ জ্বালো।