কবিতাঃ- পোস্টার লাগাবেই
✍️ মনোজ ভৌমিক


আজকাল তুমি আমি বড় বেশি সভ্য!
ডিজিটাল ছোঁয়া জীবনে অতিশয় ভব্য!!
টেকনোলজি খুলে দেখি সবাই তো নাঙ্গা!
স্ক্রীন টাচে মন টাচ, এই শরীর মন চাঙ্গা।


সময়কে মানিয়ে নিই হেঁটে নিই বেশ কষে,
পয়সা দিচ্ছি জিমে শরীরকে ভালোবেসে।
বলছি সবাই হেঁচে ব্যস্ততা ভীষণ ভাই,
জীবনের সবখানে টাকা যে অনেক চাই।


চাহিদার শেষ নেই, বলে ব্যাটা ভজহরি,
মিথ্যে অজুহাতে আপনকে পর করি।
একটু সময় পেলে আঙুলেতে টিপ টপ,
নইলে দিনটা নাকি হয়ে যায় বড় ফ্লপ।


নিজেরে লুকোতে থাকি বাহানায় প্রতিদিন,
ঘিষেপিটে মিথ্যেটাকে করছি বড় রঙীন!
কাউকে চেনেনা কেউ,চেনে শুধু নিজেরেই,
মুখেতে আদিখ্যেতা,ছলনায় মার নেই!


তারপর মুঠোফোন,ব্যস্ত এর তার চর্চায়!
নইলে ঘুমটা নাকি বে-বজায় মার খায়।
মিললে তোমার সাথে, মানুষটা বেশ ভালো,
ধীরে ধীরে বুঝবেই কোথায় কতটা কালো।


এর তার কানে বিষ ভরাটাই বড় কাজ,
এই কাজ করতে,নেই তো তেমন লাজ।
শিক্ষায় মারো গুলি,দীক্ষা যাক রসাতল,
বিতর্কিত এ সময় বলবে,পয়সাই মহাবল।


ছল চাতুরী রাহাজানি সময়ের খেলা হে!
মানুষ সে তো নয় প্রতারণা করে না যে!!
তুমি আমি একদিন হারাবো তো সময়েই,
আর যারা রয়ে যাবে পোস্টার তো লাগাবেই!


মোড়ে মোড়ে দেখবে,"লোক থেকে সাবধান",
বিবর্তিত প্রজন্মের কাছে থাকবে না প্রবধান।