কবিতাঃ- প্রাচীন বট
✍️ মনোজ ভৌমিক


এই যে প্রাচীন বট
আজও আছে দাঁড়িয়ে
অজস্র লতাগুল্মেরে
রয়েছে দেহে জড়িয়ে!
হৃত শৈশব আজও
ডেকে বলছে আমারে,
ঝুরিগুলো ধর তুই
দোলা খা জোরে শোরে।
অবাক চোখেতে দেখি
ওরই পানে তাকিয়ে,
সবারে রেখেছে সাথে
দেয়নি তো তাড়িয়ে!
বনেদী এরেই বলে
যার হৃদয় বিশাল,
তাই বুঝি বৃক্ষ বট
আজও বেমিসাল।