কবিতাঃ- প্রাক্তনা
✍️ মনোজ ভৌমিক


ব্যালকনিটা আজও আছে
চেয়ারাটা নড়বড়ে!
রেলিং ছোঁয়া মানিপ্লান্টটা
স্মৃতিকে আঁকড়ে মরে!!


কফির কাপে চুমুক দিতেই
ধোঁয়া ধোঁয়া হয় ছবি!
সিগারেটটা জ্বলে উঠতেই
দিগন্তে ডোবে রবি।


আঁধার নামে মনের ঘরে
শুধু রোমন্থনে জেদ,
হৃদয় ছোঁয়া একটা শব্দ
ভালো থেকো অনিকেত।


প্লাস্টার খসা দেওয়ালটাতে
উঁকি মারে ভাঙা ইঁট!
এলেবেলে সব কথাগুলি
বাড়ায় এ হার্ট বিট।


প্রশ্ন শতেক মনের কোণে
এমনটা হলো কেন?
ঝিঁঝিঁ পোকারা উত্তর দেয়
সবকিছু তুমি জানো।


নীরব এখন আইফোনটা
গুডমর্নিংও বাসি,
একলা রাতে তোমার কথা
ভাবলে মন উদাসী।


প্রশ্নগুলো আজ হোঁচট খায়
মন ভাঙা আয়নায়!
ভালো আছি আমি অনিন্দিতা
প্রাক্তনা শব্দ কাঁদায়!