কবিতাঃ-প্রজাপতির আবদার (শিশুতোষ)
✍️ মনোজ ভৌমিক


পিঁপড়ে বাজায় ডুগডুগি
ফড়িং বাজায় ঢোল!
উচ্চিংড়ে বাজায় মাদল
আরশোলাতে খোল!!


কাকাতুয়া নাচন ছেড়ে
বাজায় করতাল!
তাই না দেখে ময়না টিয়া
ফুলিয়ে নিল গাল!!


ছোট্ট খুকু দেখছে এসব
একলা উঠানে বসে,
সুর্য্যিমামা পুব আকাশে
উঠলো হঠাৎ হেসে।


প্রজাপতি পাখনা মেলে
বলছে খুকুর কানে,
এবার তোমায় নাচতে হবে
আগমনী গানে।