কবিতা:- প্রজন্মের ঔদ্ধত্যে
             মনোজ ভৌমিক


ভাবনাগুলোকে মনের মধ্যে আজ ভীষণভাবে নাড়ি,
সময় যদিও আড়ি করেছে,জীবনে কমা,পূর্ণচ্ছেদ, দাড়ি।
কোনটা হাটাই,কোনটা রাখি,বুঝতে পারিনা কিছু!
আজকে এই উষ্ণায়ণে উন্মাদ যে সবকিছু।


মনের মধ্যে মনকে খুঁজি,দেখি নোংরা আবর্জনা!
সবাই সবে তাকিয়ে দেখে, কেউ করে না মানা।
প্রজ্ঞরা বলেন," আয় বাছাধন, সজীব করি এ মন।"
প্রজন্ম বলে," ইঁট পাথর চাই,কেন করো জ্বালাতন!!"


সূর্য  সদাই চক্ষু দেখায়,বলে,"নিজেকে কেন দেখো?"
পুরানো ইতিহাস ঘাঁটো এইখানে, একান্ন হয়ে বাঁচতে শেখো।"
হায় সূর্য!  ভাবনা তোমার হয়েছে আজ কমদামী,
সবাই যে হেথা তোমার মতন,বলছে,"আমি! আমি!"


লক্ষ্য এখন মঙ্গল গ্রহে,চাঁদের বুকে দেয় পাড়ি,
তোমরা শুধু ভেবেই গেলে," সূতো কাটে চাঁদে বুড়ী।"
আকাশ এখন হাতের মুঠোয়,কেটে দাও পুরানো ঘুড়ি।
আমরা আজকে উঠাতে চলেছি,কমা-পূর্ণচ্ছেদ-দাড়ি।


কবিতা এখন চোখবুজে ভাবে সকল পুরানো কথা,
বিষাদের ছবি ভাসছে দু'চোখে,মনেতে গভীর ব্যথা।