কবিতা:-প্রকৃতত্ব
           মনোজ ভৌমিক


জলবায়ুর পরিবর্তনে শিরিষ গাছগুলো
তরতরিয়ে বেড়ে ওঠে।
ওরা শীঘ্রাতি শীঘ্র ভুলে যেতে চায়
যন্ত্রণাময় অতীতটাকে।
এমনকি আশেপাশে বেড়ে ওঠা শিরিষ গাছগুলোকে
ঘৃণার চোখে দেখতে থাকে!
ওরা বুঝেও বোঝেনা এ বাড় বাড়ন্ত কেবলি ক্ষণিকের।
ভীষণ ঝড় এলে ওদের মুচড়ে যেতে হবেই।


কিন্তু ঐ সুদৃশ্য নিরবিচ্ছিন্ন অপ্রতীম বট!
দৃঢ় প্রত্যয়ে শিশুকাল হতে বেড়ে ওঠে....
বাড়তে বাড়তে মাটির সঙ্গে শিকড় মজবুত করে।
এ কেবল নিজের জন্য নয়।
সমস্ত প্রতিকূলতাকে বুকে নিয়ে
সবাইকে আন্তরিক আহ্বানে পরিতৃপ্তির
সুশীতল ছায়া প্রদান করে ও।