কবিতাঃ- প্রণাম সবার
✍️ মনোজ ভৌমিক


নক্ষত্র ঝটিকা যুক্ত নির্মল আকাশ,
উনবিংশ উন্মাদ প্রলয় উচ্ছাস।
শব্দ শৃঙ্খলিত ছিল অক্ষরের কান্না,
জন্মিল অক্ষর শ্রষ্টা মেদিনী অনন্যা।
দামোদর উচ্ছ্বসিত ধরাতে প্লাবন,
আনন্দিত সসাগরা ধন্য ত্রিভুবন।
কঠিন দারিদ্র্য ছিল আকন্ঠ শৈশব,
অসীম অধ্যাবসায় বাড়িল বৈভব।


স্বাধীন অক্ষর শ্রষ্টা ভাষার জনক,
বাংলা-সাহিত্যাকাশে আনিলে রণক।
দয়ার সাগর তুমি সুহৃদ হৃদয়,
বিধবা বিবাহ তব শ্রেষ্ঠ পরিচয়।
সমাজের শীর্ষমূলে মারিলে কুঠার,
অসাধারণ ব্যক্তিত্বে প্রণাম সবার।