কবিতা :- প্রথম বৃষ্টির স্মৃতি
✍মনোজ ভৌমিক


প্রথম বৃষ্টিতেই সিক্ততা দেহ মনে
ময়ূরের হিয়া নাচে সুমধুর তানে
বিরহী মনেতে চাতকী পিয়াস জাগে,
এ শরীর আজ তোমার ছোঁয়াই মাগে।


বললে তুমি দূরে দূরেই আজ থাকো,
মনের দেওয়ালে আমার ছবি আঁকো।
কাগজে এঁকেছি ভিজে গেছে নোনাজলে,
পাথরের দাগ মুছে গেছে কোন কালে।


হৃদয় গহীনে জেগে আছে সেই স্মৃতি,
সেদিনও ছিল বৃষ্টি ভেজা মধুরাতি!
প্রথম বৃষ্টি যখনি নামে এ ধরায়,
এ মন আজও তোমাকে খুঁজে বেড়ায়।


সময় আগুনে জ্বলে গেছে ধারাপাত,
তুমি নেই কাছে সে বৃষ্টি রয়েছে সাথ।