কবিতা:- প্রতিবারই ঠাঁই দিও মা
কবি:- মনোজ ভৌমিক


একটু একটু করে এখন স্মৃতির পাতা ঘাঁটি,
দেখছি আমি এজন্মে কতটা হয়েছি খাঁটি!
খাঁটি বলতে এ জন্মটাকে বোঝাই নি আমি,
ভাবনার বিচার করে দেখি কোনটা কত দামি।
দাম দিয়ে তো আজ সবাই কিনি ভালোবাসা,
মায়ের মনে আছে কি কেনাবেচার ভাষা?
আগুনজ্বলা সংসার হোক, চাঁদ ঝলমল মহল,
মায়ের মনের ভাবনা কিন্তু সদাই থাকে কোমল।
রক্তে রক্তে জন্ম নেয় নতুন ভালোবাসার শপথ,
রুদ্ধদ্বারে মার মন্দিরে খোঁজে আগামীর পথ।
যন্ত্রণা সব পিছনে ফেলে নতুনের পেলে দেখা,
স্বামী-সংসার পরিজনেরে দূরেতে সরিয়ে রাখা।
মমতাময়ী আঁচলদিয়ে আত্মজকে দেয় ঢাকা,
ঐ খানেতেই মাতৃত্ব জাগালো সকল ব্যথা কথা।
বৈশাখীঝড়,ঘন-বরষা,কিংবা হেমন্ত শিশির,
চোখের নোনা জল শুকোলেও,নাই তায় কোনো ফিকির।
কি চেয়েছে! কি দিয়েছে! হিসাব করেনি কখনও,
যেমন এ ধরার মাটি ওগো,তেমনি তাহার সাজও।
জন্মান্তর যদি থাকে মাগো,এ পৃথিবীর বুকে,
প্রতিবারই ঠাঁই দিও, রেখো মা আঁচল ঢাকা সুখে।