কবিতাঃ- পুণর্জন্ম লহো
✍️ মনোজ ভৌমিক


জগৎ জোড়া খ্যাতি যাহার সারা বিশ্ব জুড়ে নাম,
জন্ম তাহার মেদিনীপুরের বীরসিংহ গ্রাম।


শৌর্য বীর্যেও আকাশ ছোঁয়া তিনিই নরোত্তম,
বর্ণপরিচয়ের শ্রষ্টা তিনি জ্ঞানী সর্বোত্তম।


দরিদ্রতা যাঁর কাঁদিয়েছিল দুরন্ত শৈশব,
জ্ঞান অনুসন্ধিৎসু ছিল তার আপন বৈভব।


অদম্য সাহস আর অপরিসীম মাতৃভক্তি,
উত্তাল দামোদর সন্তরণেও ছিল না ভীতি।


করুণা সাগর তিনিই দীনের পরম বন্ধু,
সংস্কারের জাল কেটে বহালেন অমৃত সিন্ধু।


অশিক্ষার ফলে তার  প্রতিকৃতি অবহেলিত!
বাংলা বাংলায় ফিরুক সময় প্রবাহিত।


হে সত্যাদর্শ বীর রত্নগর্ভা ভগবতী পুত্র ,
পুণর্জন্ম লহো সুধী বঙ্গপ্রাণ হোক জাগ্রত ॥