কবিতা :-পুরানো ক্যালেন্ডারের মত ছাড়াছাড়ি
             মনোজ ভৌমিক


প্রতিদিন সকাল হয়,সূর্য ওঠে,পাখির গানে ঘুম ভাঙে,
জীবন গতিময় হয়,সূর্য ডোবে,চারিদিকে আঁধার নামে।
ঘরের কোণে নির্জীব ক্যালেন্ডারে দিন কমে...
সবাই বাঁচতে চায়,তবুও জীবন থেকে চলে যায় সুখ আপন ঢঙে।


দেওয়ালের ক্যালেন্ডার এক একটি দিনের হিসেব দেখে,
মানুষ জিততে জিততে পরাজয়ের সিঁড়িতে পা রাখে।
দিন পেরিয়ে রাত,ঋতু বৈচিত্র‍্যের সঙ্গে আসে বছর,
সবাই নতুনকে স্বাগত জানায় উদ্যমে,ইশারায় হাতছানি মৃত্যুর।


প্রতিদিন হেথা মানুষ মরে... নিজের মনে,শ্বাস নিতে নিতে
তবুও বাঁচতে চায় সবাই...অবোধ শিশুর মত হাঁপাতে হাঁপাতে।
সবাই সবই বোঝে,এই ভাড়াঘরে আজ কেই-ই বা কার?
ক্যালেন্ডারে বদলে গেলো আর একটা বছর...হারাবার।


এ পৃথিবীতে কেউই জেতে না,কেবলি একে অপরেরটা কাড়াকাড়ি !
জেতার নেশায় পাগল সবাই!যুদ্ধ শেষ, পুরানো ক্যালেন্ডারের মত ছাড়াছাড়ি।